বিশ্বকর্মা পূজোর রাতে তেলিয়ামুড়া মোহরছড়া লালটিলা এলাকায় স্বপন কুমার রায় হত্যা মামলার তদন্ত নেমে সোমবার দুপুরে তেলিয়ামুড়া থানার পুলিশ এক অভিযুক্ত’কে জালে তুলতে সমর্থ হয়।
উল্লেখ্য থাকে,, গত শনিবার শেষ রাতে তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় স্বপন কুমার রায় নামে এক ব্যাক্তি’কে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত তথা মোহরছড়া ঘোষপাড়া এলাকার বীরেন্দ্র গোপের ৩২ বছর বয়সি পুত্র পরিতোষ গোপ’কে গ্রেফতার করে। তেলিয়ামুড়া থানার তদন্তকারী পুলিশ অফিসার বিশ্বজিৎ দাস এই ঘটনা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। তাছাড়া তদন্তকারী পুলিশ অফিসার আরো জানিয়েছেন,, রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মোট পাঁচ – ছয় জন’কে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। এর মধ্য থেকে পরিতোষ গোপের কথাবার্তায় অসংলগ্নতা এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সোমবার অভিযুক্ত’কে গ্রেফতার করে। পরবর্তীতে মঙ্গলবার তেলিয়ামুড়া থানার পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে খোয়াই আদালতে সোপর্দ করে স্বপন কুমার রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত পরিতোষ গোপকে।



