Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগভীর রাতে এলাকায় বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডব।ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন...

গভীর রাতে এলাকায় বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডব।ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন মহারানীপুর এলাকায় রবিবার রাত আনুমানিক ২ টা নাগাদ

জানা যায়, রবিবার রাতে আচমকাই একটি বন্য দাঁতাল হাতি মহারানীপুর এলাকায় প্রবেশ করে উন্মুক্ত তাণ্ডব চালায় এবং এলাকার একটি বাড়িতে ঢুকে একটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। নষ্ট করে দেয় ঘরের ভেতরে মজুদ করা ধান সহ বিভিন্ন জিনিসপত্র। পরিবারের লোকজনদের অভিযোগ,,, রবিবার রাতে বন্য দাঁতাল হাতি বাড়িতে প্রবেশ করে ঘরে মজুদ থাকা প্রায় ৮ মন ধান নষ্ট করে দেয় এবং উন্মুক্ত তাণ্ডব চালায় বাড়িতে। কিন্তু বনদপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন এক অজ্ঞাত কারণে হাতি তাড়ানোর দায়িত্বে থাকা ADS টিমের কর্মী থেকে শুরু করে, বনদপ্তরের কারুর টিকির নাগালটুকু পাওয়া যায়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনদপ্তরের এরকম ভূমিকা নিয়ে একরাশ খুব উগরে দেয় বাড়ির গৃহিণী গীতা রানী দাস।
রবিবার রাতে আচমকাই মহারানীপুর এলাকায় এই বন্য দাতাল হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য