বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিল শ্রমিক সংগঠন ‘ভারতীয় জনতা মজদুর সেল’ -এর পক্ষ থেকে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে রবিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ভারতীয় জনতা মজদুর সেল’ ২৯ কৃষ্ণপুর ইউনিটের পক্ষ থেকে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চাকমাঘাট এলাকায়। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ভারতীয় জনতা মজদুর সেল’ -এর খোয়াই জেলার সভাপতি অনুপ সরকার সহ অন্যান্য শ্রমিক নেতৃত্বরা। এদিন চাকমাঘাট এলাকার গরিব ও প্রবীণ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ‘ভারতীয় জনতা মজদুর সেল’ সংগঠনের শ্রমিকদের পক্ষ থেকে।।



