গ্রামীন এলাকার মানুষদের আত্মনির্ভর এবং স্ব-রোজগার করার লক্ষ্যে এগ্রিকালচার অফ ফার্মার ওয়েলফেয়ার -এর উদ্যোগে ডাব্লিউ ডি সি এবং পি এম কে এস ওয়াই ২.০ প্রকল্পের মাধ্যমে বেনিফিসারিদের মধ্যে শূকর এবং ছাগল ছানা বিতরণ করা হয় সোমবার। এই দিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তৃষাবাড়ি স্থিত কাশিনগর বাসি কমিউনিটি হলে। এদিনের এই শুকর এবং ছাগল ছানা বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, প্রোজেক্ট ম্যানেজার প্রণব ঘোষ, স্টেট লেভেল নোডাল এজেন্সির সি ই ও নবজিৎ চাকমা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ব্লকের জগন্নাথ বাড়ি, খামারবাড়ি এবং হদ্রায় এলাকার ৪৫ জন বেনিফিশিয়ারি দের মধ্যে শুকর ছানা এবং ছাগল ছানা বিতরণ করা হয়। এ ব্যাপারে বলতে গিয়ে রাজ্যে বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় জানান, আগামী দিন দশটি সরোবর তৈরি করা হবে। তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী বেনিফিসারিদের মধ্যে মোরগ এবং হাঁসের ছানা বিতরণ করা হবে।।



