কল্যাণপুর গ্রামীণ গ্যাস বিতরণ কেন্দ্র এবং তার সাথে জড়িত বিভিন্ন প্রকারের পরিষেবা নিয়ে অভিযোগের খামতি নেই। কখনোবা গ্যাস বিতরণের অভিযোগ সামনে আসে, আবার কখনো পারিবারিক ঝামেলার জেরে গ্যাস বিতরণ কেন্দ্রে বেড়া ঝুলে, বলা চলে কিছুদিন পরপরই গ্রামীন এই গ্যাস বিতরণ কেন্দ্র থাকে সংবাদ শিরোনামে। আজ অর্থাৎ বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন এই গ্রামীন গ্যাস বিতরণ কেন্দ্র থেকে অবৈধভাবে টমটম এবং যাত্রীবাহী অটো বোঝাই করে গ্যাস সিলিন্ডার পাচারের সময় সচেতন জনতা টমটম এবং অটো ভর্তি গ্যাস সিলিন্ডার আটক করে খবর দেয় ডিসিএম সহ খাদ্য দপ্তরের আধিকারিক এবং স্থানীয় পুলিশকে।
ঘটনার খবর পেয়ে ডিসিএম এবং কল্যাণপুর থানার পুলিশ খোয়াই তেলিয়ামুড়া সড়কের কল্যাণপুর মোটরস্ট্যান্ড সংলগ্ন স্থান অর্থাৎ যে স্থানে স্থানীয় জনতারা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভর্তি টমটম এবং অটো আটক করেছিল সেখানে ছুটে গিয়ে অটো এবং টমটমসহ ৩৯টি গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার করে কল্যাণপুর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ডিসিএমকে জিজ্ঞাসা করা হলে স্পষ্ট ভাবেই বলেন বেশ কিছুদিন ধরেই নানাভাবে অভিযোগ পাচ্ছিলেন এই গ্যাস বিতরণ কেন্দ্র নিয়ে । এমনকি অবৈধভাবে টমটম এবং অটো ভর্তি করে গ্যাস নিয়ে যাওয়ার বিষয়টাও উনার কাছে অভিযোগ হিসেবে এসেছিল বারকয়েক। অবশেষে আজ স্থানীয় কিছু সচেতন মানুষের খবরের ভিত্তিতেই এসে এই টমটম এবং অটো ভর্তি গ্যাস আটক করে পুলিশি হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, পাশাপাশি এই বিষয়ে সমস্ত প্রকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডিসিএম । এদিকে কল্যাণপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মোটরস্ট্যান্ড এলাকায় পাচার হতে গিয়ে জনতার হাতে টমটম এবং যাত্রীবাহী অটো ভর্তি গ্যাস আটকের খবরে গোটা কল্যাণপুর শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



