গন মুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিস কার্যালয়ের সামনে থেকে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া সি পি আই এম বিভাগীয় কমিটির সম্পাদক তথা গন মুক্তি পরিষদের রাজ্য নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সভায় প্রধান বক্তা সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে রাজ্যের বর্তমান বিজেপি আই পি এফ টি জোট সরকারের সমালোচনা মুখর ছিলেন।



