Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদছাত্র যুব মিছিলের সাড়া দেওয়াতে আতংক গ্রস্ত শাসক শিবিরে; খোয়াইয়ে সি পি...

ছাত্র যুব মিছিলের সাড়া দেওয়াতে আতংক গ্রস্ত শাসক শিবিরে; খোয়াইয়ে সি পি আই এম কর্মী সমর্থকদের বাড়ীতে হামলা হুজ্জুতি ভাঙচুর নেতৃবৃন্দ দেখে এলেন আক্রান্ত বাড়ীঘর

বুধবারে ছাত্র যুবদের বর্ষণসিক্ত মিছিলের ব্যাপক সাড়া দেবার কারণে আতংক ছড়িয়েপরে শাসক শিবিরে।শত সন্ত্রাসের মাঝেও বিপুল সংখ্যক ছাত্র যুব এদিনের মিছিলে বৃষ্টিভেজা শরীরেও দীর্ঘ পথ পায়ে হাঁটেন। সোচ্চার শ্লোগানে গর্জমান মিছিলে আওয়াজ উঠে সবার জন্য কাজ ও শিক্ষার দাবী আদায়ে দুর্বার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কেন্দ্রকে নীতি পরিবর্তনে বাধ্য করার শপথদৃপ্ত অঙ্গীকারের আহ্বানে।নিজেদের পায়ের তলার মাটি হারানোর মধ্য দিয়ে জনবিচ্ছিন্নতার চরম পর্য্যায়ে শাসক শিবির।আর এটা উপলব্ধি করতে পেরে আবার হামলা হুজ্জুতি আক্রমণের পথে হাঁটছে ওরা।বুধবার রাতে খোয়াই থানাধীন বারবিল পঞ্চায়েত এলাকার ঋষিপাড়ার জনাকয়েক সি পি আই এম কর্মী সমর্থকের বাড়ীতে হামলা চালায় শাসকদলের মদতপুষ্ট দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন বিধায়ক নির্মল বিশ্বাস। বাড়ীঘর ভাঙচুর করে ।আসবাবপত্রাদি ও বাসনপত্র সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভেঙে ফেলে ওরা।তফশিলি জাতি সম্প্রদায়ের এসব বাড়ীঘরে হামলা চালায় বি জে পি দুষ্কৃতীরা। হরিপদ মণিদাস , শ্রীকৃষ্ণ ঋষিদাস, জয়কৃষ্ণ ঋষিদাস , ভজন মণিদাসের বাড়ীঘরে হামলা চালায় শাসকদলীয় দুর্বৃত্তরা তাতে ভজন মনি দাসের স্ত্রী রুপা মনি দাসের হাতে ব্যাপক চোট লাগে। বাড়ীঘর ভাঙচুর করা ছাড়াও দুষ্কৃতীকারিরা সুবোধ মণিদাসের একটি অটোরিকশাও ভেঙে দেয়। বৃহস্পতিবার সকালে সি পি আই ( এম)র রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে ও মহকুমা কমিটির সদস্য গৌতম পাল আক্রান্ত পরিবারের বাড়ী ঘর গুলো পরিদর্শন করেন।নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পরিবারগুলোর লোকজনদের সাথে কথা বলেন ও শক্তহাতে শাসকদলীয় দুর্বৃত্তদের হামলা আক্রমণ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য