কৈলাসহর শহরের মাছ এবং মাংস ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের দাবীতে পনেরো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে শহরের মুল রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধকারী কৈলাসহর শহরের মাছ এবং মাংস ব্যবসায়ীরা জানান যে, কৈলাসহর শহরের মিনি মার্কেটে শহরের সবচেয়ে বড় মাছ, মাংস এবং শুকনো মাছের দোকান। এই মিনি মার্কেটের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে রয়েছে। যারফলে, ক্রেতা এবং বিক্রেতা সহ অন্যান্য পথচারীরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইদানীং কয়েক দিন লাগাতার বৃষ্টি দেওয়ার ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে। ব্যবসায়ীরা কয়েকবার পুর পরিসদের কর্মকর্তা সহ স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পর ভাংগা রাস্তার উপর কিছু রাবিশ ফেলে দায়িত্ব পালন করে থাকেন আধিকারিকরা। ব্যবসায়ীরা অবরোধ স্থলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জানান যে, ভাংগা এই রাস্তাটি সংস্কার না করে কিছু দিন পর পর এই রাস্তার উপর প্রকৃত রাবিশ কিংবা ইটের গুড়ো না ফেলে মাটি ফেলা হচ্ছে। আর, এই ভাংগা রাস্তার উপর মাটি ফেলার পরে বৃষ্টির জলে রাস্তায় প্রচন্ড কাঁদা হচ্ছে এবং রাস্তার পাশের ড্রেনের জল জমে যাওয়ার ফলে এই রাস্তাটি চলাচলের আরও অযোগ্য হয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালে এই রাস্তার উপর আবার মাটি দেওয়ার পর ব্যবসায়ীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে শহরের গার্লস স্কুল রোড অর্থাৎ শহরের মুল রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সকাল দশটা থেকে। দীর্ঘ তিন ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর অবরোধ স্থলে ডেপুটি মাজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মা এসে জানান যে, আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই রাস্তার কাজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থায়ী ভাবে করে দেওয়া হবে। এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। শহরের মুল রাজপথ দীর্ঘক্ষন অবরোধ করার ফলে পথচারী সহ নিত্যযাএীরা প্রচন্ড দুর্ভোগের শিকার হন।



