জানা যায়,, তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট টি.এস.আর ক্যাম্পের পেছনের দিকের গ্রাম থেকে কুশ সরকার নামক এক ব্যাক্তির বাড়ি থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার রাতে বাজেয়াপ্ত করে বেশ কিছু পরিমাণ বিলেতি মদ। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন জানিয়েছেন,,, বাজেয়াপ্তকৃত মদ গুলির বাজার মূল্য প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি জানিয়েছেন,, তেলিয়ামুড়া থানাতে বর্তমানে অফিসার সঙ্কট চলছে, তাই পুলিশ নিত্যদিন এ ধরনের অভিযানে নামতে পারছেনা। তবে তেলিয়ামুড়া থানার পুলিশ নিজেদের সাধ্য অনুযায়ী নেশা বিরোধী অভিযান জারি রেখেছে।



