Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসাংসদ কাপ ২০২২ উপলক্ষে বিলোনিয়া সাংসদ ক্রীড়া মহোৎসবে শুভউদ্বোধনী অনুষ্ঠান

সাংসদ কাপ ২০২২ উপলক্ষে বিলোনিয়া সাংসদ ক্রীড়া মহোৎসবে শুভউদ্বোধনী অনুষ্ঠান

মানব জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম,সুস্থ দেহ সুস্থ মন পেতে হলে খেলাধুলা অবশ্যই প্রয়োজন। ছাত্র জীবন থেকে খেলাধুলার গুরুত্ব দেওয়া দরকার। খেলাধুলার গুরুত্বের কথা মাথায় রেখে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের খেল প্রকল্পের সূচনা করেছেন। এরই মধ্যে শুরু হলো সাংসদ কাপ ২০২২ উপলক্ষে সাংসদ ক্রীড়া মহোৎসব। মূলত ম্যারাথন, কবাডি, ভলিবল এবং ফুটবল এই চারটি খেলা হবে এই সাংসদ ক্রীড়া মহৎসবে। সাংসদ ক্রীড়া মহোৎসব কমিটির উদ্যোগে আজ বিলোনিয়া থানা কর্নার থেকে শুরু হয় ম্যারাথন রেলি। এই ম্যারাথন রেলির সূচনা করেন বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। রেলি শেষে অংশ গ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ বলেন আজ ম্যারাথন দৌড়ের মাধ্যমে সাংসদ ক্রীড়া মহোৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হল,অন্যান্য খেলা গুলিও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তবে এই সাংসদ ক্রীড়া মহোৎসব নিয়ে সারা রাজ্যের সাথে বিলোনিয়া ও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এই ক্রিয়া অনুষ্ঠানের সঠিক রূপ দেয়ার জন্য, সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য