জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় রাস্তার পাশের একটি দোকানের সামনে বসেছিল ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি। তখন রাস্তা দিয়ে যাতায়াতকারী একটি রিক্সা আচমকাই ঐ বৃদ্ধ ব্যক্তিকে সজরে ধাক্কা দেয়। রিক্সার ঢাকায় রাস্তার উপর ছিটকে পড়ে ওই বৃদ্ধ বৃদ্ধি। পরবর্তীতে এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি ওই বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। রিক্সার ধাক্কায় আহত ওই বৃদ্ধ ব্যক্তির নাম গোপাল চন্দ্র সরকার। বাড়ির তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। রিক্সার ধাক্কায় আহত ওই বৃদ্ধ ব্যক্তির বর্তমানে চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।।



