Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদটমটম চালকের হত্যাকারী অনিমেষ মোদক পুলিশের জালে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ...

টমটম চালকের হত্যাকারী অনিমেষ মোদক পুলিশের জালে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।

খুন হয়ে যাওয়া খোয়াই জাম্বুরা নিবাসী টমটম চালক দ্বীজরাজ ঘোষের খুনি অনিমেষ মোদককে আটক করল পুলিশ বুধবার রাতে নিজ বাড়ীর শৌচালয় থেকে। ঘটনাটি ছিল এমন খোয়াই জাম্বুরা নিবাসী টমটম চালক দিজরাজ ঘোষকে পয়লা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত একটা নাগাদ পরিকল্পিতভাবে হত্যা করে কলা গাছের সাথে বেঁধে খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়। শেষে চার দিন পর দ্বীজ রাজ ঘোষের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর চর থেকে। এরপর দ্বীজ রাজ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর দ্বীজরাজ ঘোষের ছোট ভাইয়েরা যখন ভাইয়ের বউ অমৃতা ঘোষের ওপর চাপ সৃষ্টি করে যে তাদের ভাইকে হত্যা করা হয়েছে এর পেছনে অমৃতা ঘোষ যুক্ত রয়েছে তখন চাপের মুখে স্বীকার করে অমৃতা ঘোষ এবং বলে তার প্রেমিক অনিমেষ মোদক পয়লা সেপ্টেম্বর রাতেই উনার স্বামী দ্বীজরাজ ঘোষকে হত্যা করেছে এই কথা যাতে অন্য কাউকে না বলে বলে হুমকি দিয়েছিল অনিমেষ মোদক। অমৃতা ঘোষের এই বয়ানের পরিপেক্ষিতে বুধবার পুলিশ অমৃতা ঘোষ কে আটক করে। এবং পরে মৃত টমটম চালকের ভাই অভিজিৎ ঘোষ অমৃতা ঘোষ এবং অনিমেষ মাদকের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা করেন কেইস নম্বর ছিল 72/22 u/s 302/201/120 B IPC ধারাতে। মামলা হাতে নিয়ে পুলিশ প্রথমে অমৃতা ঘোষ কে গ্রেফতার করে এরপর টমটম চালকের খুনি অনিমেষ মোদককে গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমে পড়ে। শেষে বুধবার রাতে খোয়াই লালছড়া কলেজ রোড সংলগ্ন নিজ বাড়ির শৌচালয় থেকে অনিমেষ মোদককে গ্রেফতার করে পুলিশ। এবং খোয়াই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে অনিমেষ মোদক টমটম চালকের হত্যার দায় অস্বীকার করেনি। শেষে বৃহস্পতিবার বিকালে আদালতে তোলা হলে বিচারপতি বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের নিরিখে অনিমেষ মোদককে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। অন্যদিকে বুধবার টমটম চালকের স্ত্রী অমৃতা ঘোষ কে বেইল বন্ডের মাধ্যমে ছেড়ে দেন সঠিক মামলা না হওয়ার কারণে। যদিও অমৃতা ঘোষ কে বেইল বন্ডে কেউ ছাড়িয়ে নিতে না আসার কারণে অমৃতা ঘোষ কে 14 দিনের জন্য জেল হাজতে পাঠিয়ে দেন বিচারপতি। এখন দেখার বিষয় হচ্ছে টমটম চালকের খুনি অনিমেষ মোদকে পুলিশ 7 দিনের রিমান্ডে আনে এই রিমান্ডে পুলিশের জেরাতে টমটম চালক দ্বীজরাজ ঘোষের প্রকৃত হত্যাকারী অনিমেষ ছাড়া আর কে কে রয়েছে সেই তথ্য বেরিয়ে আসতে পারে। এই মর্মান্তিক হত্যা রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খোয়াই বাঁশি উৎকণ্ঠায় রয়েছে যে কে আসল খুনি সেই রহস্য জানার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা, সময়ই আসল রহস্য বের করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য