Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনির্মাণের আড়াই বছরের মধ্যে ভেঙ্গে পড়ল স্কুল বিল্ডিং এর ছাদ

নির্মাণের আড়াই বছরের মধ্যে ভেঙ্গে পড়ল স্কুল বিল্ডিং এর ছাদ

SLUG-… KLS…নির্মাণ কাজের আড়াই বছরের মধ্যেই স্কুলের বিল্ডিংয়ের ছাদ ভেংগে পড়েছে। তাও আবার স্কুল চলাকালীন অবস্থায়। এলাকা জুড়ে তীব্র আতংক এবং ক্ষোভ বিরাজ করছে। যদিও হতাহতের কোনো খবর নেই। ঘটনা খোদ কৈলাসহরের পুর পরিসদ এলাকায়। তবে এই ঘটনাকে নিয়ে স্থানীয় চিনে পুটি নেতাদের অতিরঞ্জিত নেতাগিরি দেখাতে নেতাদের ন্যাক্কারজনক চেহারা প্রকাশ্যে এসেছে। কৈলাসহর পুর পরিসদের পনেরো নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় অবস্থিত লক্ষীনারায়ন বাড়ি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই বিদ্যালয়ে তিনজন শিক্ষক এবং সাতান্ন জন ছাত্র ছাত্রী রয়েছে এই স্কুলে। স্কুল চলাকালীন অবস্থায় স্কুলের ক্লাস রুমের উপরের ছাদ হঠাৎ করে ভেংগে মাটিতে পড়ে যায়। রুমের ভিতরের চারটি সিলিং ফ্যানের পাখা বেন্ড হয়ে যায়। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্কুলের ইনচার্জ অভিজিৎ মালাকার জানান, যে ক্লাস রুমের ছাদ ভেংগেছে সেটি গত দশ বারো দিন পূর্বে স্কুলের শিক্ষকদের নজরে আসে যে, স্কুলের ক্লাস রুমের উপরের ছাদটি একটু একটু করে নীচের দিকে নামছে। এই দৃশ্য দেখে স্কুলের শিক্ষকরা এই ক্লাস রুমটি তালাবন্ধী করে দেন। বিগত দশ বারো দিন ধরে এই ক্লাস রুমটি তালাবন্ধী অবস্থায় ছিলো বলে স্কুলের ইনচার্জ অভিজিৎ মালাকার জানান। উনি এও জানান যে, এই রুমে ক্লাস ওয়ান এবং ক্লাস টু-এর ছাত্র ছাত্রীরা ক্লাস করতো। স্কুলের শিক্ষকদের কারনে ভাগ্যের জোরে স্কুলের ছাত্র ছাত্রীরা প্রানে বেঁচে যায়। তা নাহলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে অনেকেই আশংকা প্রকাশ করছেন। এছাড়াও স্কুলের ইনচার্জ অভিজিৎ মালাকার জানান যে, উনি এই স্কুলে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এবং স্কুলের অপর দুইজন শিক্ষক ২০২০সালের অক্টোবর মাস থেকে এই স্কুলে চাকুরী করছেন। উনারা তিনজনই এই স্কুলে আসার পূর্বে স্কুলের ক্লাস রুমের ছাদ নির্মাণ করা হয়েছিলো। কবে এই ছাদ নির্মাণ হয়েছে কিংবা নির্মাণ কাজে কোনো ধরনের গাফিলতি হয়েছে কিনা তাও উনারা জানেন না বলেই তবে স্থানীয় শিক্ষা দপ্তরের বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, লক্ষীনারায়ন বাড়ি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের এই ক্লাস রুমের উপরের ছাদটি ২০১৯সালের জুন মাসে নির্মাণ করা হয়েছিলো। এভাবে খোদ কৈলাসহর পুর পরিসদ এলাকায় নির্মাণের আড়াই বছরের মাথায় ছাদ হঠাৎ করে ভেংগে যাওয়ায় দপ্তরের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকের ভুমিকা নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এলাকায়। অনেকেই বলছেন যে, ছাত্র ছাত্রীদের মাথার উপর যদি এই ছাদটি ভেংগে পড়তো তাহলে এর দায়ভার কে নিতো? এখন দেখার বিষয়, দপ্তর সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কি ধরনের ভুমিকা নেয়। তবে, স্কুলের ছাদ ভাংগার খবর জনসমক্ষে প্রকাশ্যে না আসার জন্য এলাকার স্থানীয় শাসক দলের চিনে পুটি নেতারা তালাবন্ধী করে রেখেছিলেন। যাতে সংবাদ মাধ্যমের লোকরা এসে ছবি তোলে নিউজ না করার জন্য। এলাকার শাদক দলের এই জন বর্জিত চিনে পুটি নেতাদের এহেন কান্ড কারখানায় এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এবং শহরের শিক্ষাবিদরা এইসব চিনে পুটি জন বর্জিত নেতাদের ছিঃ ছিঃ করছেন এবং এও বলছেন যে, এইসব চিনে পুটি নেতাদের ছেলে মেয়েরা যদি এই স্কুলে পড়াশোনা করতো তাহলে এই কাজটা করতে পারতো কি?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য