Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনেশা বিরুদ্ধে অভিযান সম্পর্কে বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের প্রতিক্রিয়া

নেশা বিরুদ্ধে অভিযান সম্পর্কে বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের প্রতিক্রিয়া

নেশা হলো সমাজের এক ব্যাধি।নেশার সাগরে ভাসছে বিলোনিয়া শহর সহ বিলোনিয়া থানা বিভিন্ন এলাকা। নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুবসমাজ। নেশা আশক্ত হওয়ার কারণে দিন দিন বেড়ে চলছে এইডসের মত মারণব্যাধি, বাড়ছে চুরি ও সংগঠিত হচ্ছে সামাজিক বিভিন্ন অপরাধ। উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে অভিবাবক মহল। এই মারন ব্যাধি থেকে পরিত্রান পেতে অভিভাবকদের যখন দিশেহারা অবস্থা , নেশা মুক্ত ত্রিপুরা ও নেশা মুক্ত বিলোনিয়া গড়ে তুলতে ব্যাপক অভিযানে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ, বিশেষ করে বর্তমান ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের নেতৃত্বে সমগ্র বিলোনিয়া পুলিশ প্রশাসন। বিগত কিছুদিন ধরে বিলোনিয়ার বিভিন্ন জায়গায় তথা রেল স্টেশন, বিভিন্ন বিদ্যালয়ের গ্যালারি, হোটেল রেস্টুরেন্ট সহ বাজারের বিভিন্ন এলাকাগুলি তল্লাশি চালিয়ে অনেক ধরনের নেশা সামগ্রী সহ নেশা বিক্রেতা এবং নেশাখোরকে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস জানান নেশা মুক্ত বিলোনিয়া গড়ে তোলাই হল বিলোনিয়া প্রশাসনের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপায়িত করতে সচেতনতার পাশাপাশি ব্যাপক অভিযান জারি রেখেছে বিলোনিয়া থানার পুলিশ। এখন দেখার বিষয় এই বিষয়ে বিলোনিয়া পুলিশ প্রশাসন অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে কতটা সফলতা অর্জন করতে পারেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য