Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপরকীয়া প্রেমের কারণে খুন হতে হয়েছিল খোয়াই জাম্বুরা নিবাসী তথা টমটম চালক...

পরকীয়া প্রেমের কারণে খুন হতে হয়েছিল খোয়াই জাম্বুরা নিবাসী তথা টমটম চালক দিজরাজ ঘোষ কে। স্ত্রী অমৃতা ঘোষ এর স্বীকারোক্তিতে প্রাথমিক তদন্তে তাই উঠে আসে

পরকীয়া প্রেমের কারণে খুন হতে হয়েছিল খোয়াই জাম্বুরা নিবাসী তথা টমটম চালক দিজরাজ ঘোষ কে। স্ত্রী অমৃতা ঘোষ এর স্বীকারোক্তিতে প্রাথমিক তদন্তে তাই উঠে আসে।ঘটনাটি ছিল এমন পয়লা সেপ্টেম্বর রাতে নিখোঁজ হয়ে যান খোয়াই জাম্বুরা নিবাসী তথা টমটম চালক দিজরাজ ঘোষ এই বিষয়ে খোয়াই থানায় মামলা করেছিলেন নিখোঁজ টমটম চালকের স্ত্রী অমৃতা ঘোষ। শেষে সাত দিনের মাথায় পচা গলা অবস্থায় বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার খোয়াই নদী তীরে টমটম চালকের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর ভারত-বাংলাদেশের দূতাবাসের তৎপরতায় মঙ্গলবার বিকালে খোয়াই সীমান্তের পুরাতন বাজার দিয়ে টমটম চালকের মৃতদেহ বাংলাদেশের কর্তৃপক্ষ মৃতের পরিবারের হাতে তুলে দেয়। এরপর বুধবার সকালে টমটম চালকের ছোট ভাই যুবরাজ ঘোষ মৃত ভাইয়ের বউ অমৃতা ঘোষ এর কাছে আসল রহস্যটা জানতে চাই তাদের ভাই দিজরাজ ঘোষের মৃত্যুকে নিয়ে। কারণ অমৃতা ঘোষ এর উপর সন্দেহ হচ্ছিল আগে থেকেই কারণ বাংলাদেশ থেকে যখন মৃতদেহ উদ্ধার করা হয় তখন মৃত দিজরাজ ঘোষের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এর থেকে তারা বুঝতে পারে জে তাদের ভাই দিজরাজ ঘোষকে হত্যা করা হয়েছে এর পেছনে দায়ী মৃত ব্যক্তির স্ত্রী অমৃতা ঘোষ। আর তাদের সেই সন্দেহ প্রমাণিত হয় যখন এলাকাবাসী মহিলাকে চেপে ধরে বুধবার সকালে তখন মহিলার জবানবন্দি এরকম ছিল যে নিখোঁজ হওয়ার দিন পয়লা সেপ্টেম্বর রাত 10 টা থেকে 11 টা নাগাদ অমৃতা ঘোষ কে ফোন করে উনার প্রেমিক অনিমেষ মোদক খোয়াই কলেজ রোড স্থিত অঞ্জন মোদকের ছেলে অনিমেষ মোদক ফোন করে বলে মহিলার স্বামী দ্বিজরাজ ঘোষ ওর সাথে রয়েছে খাওয়া-দাওয়া ও আনন্দ ফুর্তি চলছে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে। এভাবে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর অনিমেষ মোদককে মহিলা আবার ফোন করে এখনো বাড়ি ফিরেনি কেন উত্তরে অনিমেষ জানায় ফিরে আসছে এর কিছুক্ষণ পর রাত একটা নাগাদ অনিমেষ মোদক অমৃতা ঘোষ কে জানায় উনার স্বামী দিজরাজ ঘোষ কে চিরদিনের মত শেষ করে দিয়েছে এককথায় হত্যা করে দিয়েছে। এই কথা শুনে অমৃতা ঘোষ অনিমেষকে বলে এধরনের কাজ কেন করলে উত্তরে অনিমেষ অমৃতা ঘোষ কে ফোনে হুমকি দেয় যদি বিষয়টি কাউকে জানায় তাহলে অমৃতা ঘোষ উনার দুই মেয়ে সহ অনিমেষ মোদক নিজে সবাইকে নিয়ে মরবে হুমকি দেওয়াতে অমৃতা ঘোষ চুপ করে যায় ঘটনাটি আর কাউকে জানাইনি। এরপর লোক দেখানোর জন্য অনিমেষ মোদক খোয়াই থানাতেও খোঁজ করার জন্য আসে যেদিন টমটম চালকের মৃতদেহ উদ্ধার হয় বাংলাদেশ। সেইদিন বিকেল থেকে অনিমেষ মোদক গা ঢাকা দেয়। এখানে বলা বাহুল্য আজ থেকে 16 বছর আগে টমটম চালক দিজরাজ ঘোষ এর সাথে বিয়ে হয়েছিল খয়ের পুর এর নিবাসী অজিত ঘোষের মেয়ে অমিতাভ ঘোষের। বর্তমানে তাদের দুই মেয়ে রয়েছে বড় মেয়ে 15 বছরের পূজা ঘোষ যে নাকি মস্তিষ্কে বিকার জনিত রোগে আক্রান্ত ছোট মেয়ে পূর্বা ঘোষ বয়স 12 এ ঘটনার পর দুই বোন পিতামাতাকে হারালো শুধুমাত্র ওই শিশুদের মার চারিত্রিক অধঃপতনের কারণে । এই বিষয়ে অনিমেষ মোদক কে জানতে চাইলে অমৃতা ঘোষ জানান উনার সাথে বিগত বছর দেড়েক ধরে সম্পর্ক রয়েছে এককথায় অবৈধ সম্পর্ক। এই সম্পর্কটা এতই গভীরে যায় যে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিবাদকে কেন্দ্র করে প্রেমিক অনিমেষ মোদককে দিয়ে স্বামী দিজরাজ ঘোষকে হত্যার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় । তাছাড়া অনিমেষ মাদকের সাথে অমৃতা ঘোষের বিভিন্ন আন্তরিকতার ছবি অনিমেষ মোদকের ফেসবুক প্রোফাইলে রয়েছে যার থেকে স্পষ্টই বুঝতে পারছে সবাই এই ঘটনার পেছনে অনিমেষ মোদক প্রত্যক্ষভাবে দোষী শুধু অনিমেষ মোদক নয় ওর সাথে আরও কয়েকজন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি অনিমেষ মোদককে পুলিশ গ্রেফতার করতে পারে তাহলে এই হত্যার পেছনে কে কে দোষী তা বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে নিহত টমটম চালক দিজরাজ ঘোষ এর ছোট ভাই দীপক ঘোষ তাদের ভাইয়ের বউ অমৃতা ঘোষ ও অনিমেষ মাদকের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা করে। মামলার নাম্বার 72/22 ধারা গুলি হল 302/201/120BIPC ধারাতে মহিলা অমৃতা ঘোষ কে পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে একই বয়ান দেন মহিলা। বুধবার বিকেলে মহিলাকে গ্রেফতার করার পর আদালতে তোলা হলে আদালত মহিলাকে জেলহাজতে পাঠান বলে জানান পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য