Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ40 ফুট উঁচু লীলাভূমি থেকে পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক ব্যক্তির

40 ফুট উঁচু লীলাভূমি থেকে পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক ব্যক্তির

খোয়াই থানাধীন সিঙ্গিছড়া 2 নং এলাকায় সোমবার সন্ধ্যায় 65 বছরের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তর এর লোক। ঘটনার বিবরণ দিয়ে এলাকাবাসী জানায় এলাকার বাসিন্দা ছিল সমীর কদাল দাস 65 উনার বাড়ির সামনে দিয়ে জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে তাতে করে সমীর কদাল দাসের বাড়ির সামনের দিকে সরক বানাতে গিয়ে 40 ফুট টিলাভূমি কেটে কাজ চলছিল এই টিলা ভূমির পাশেই ছিল সমীর কদাল দাস এর বসতবাড়ি জাতীয় সড়ক তৈরি হওয়ার কারণে কদাল দাসের বাড়িটি জাতীয় সড়ক থেকে 40 ফুট উপরে অবস্থান রত অবস্থায় ছিল। সমীর কদাল দাস পেশায় একজন শ্রমিক ছিলেন। সোমবার দুপুর নাগাদ সমীর কদাল দাস নিজ ঘরের পেছনে কোন কাজের জন্য যায় তার ঘর থেকে মাত্র ফুট খানিক দূরত্বে সড়কপথের ঢালানটি ছিল হয়তো কোনো কারণবশত কদাল দাস সেই ঢালানের সামনে যাওয়া মাত্রই পা পিছলে 40 ফুট নিচে জাতীয় সড়কের মধ্যে পড়ে যায় তাতে তার নাক-মুখ কর্দমাক্ত কাদায় উপুর হয়ে পড়াতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মরে পড়ে থাকে। এরপর সন্ধ্যায় এলাকাবাসী দেখতে পায় একটি লোক কর্দমাক্ত মাটিতে উপর হয়ে পড়ে রয়েছে তখন গিয়ে তুলতে গেলে দেখতে পায় এলাকার বাসিন্দা সমীর কদাল দাস মরে পড়ে রয়েছে এবং সমস্ত শরীরটা শক্ত হয়ে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে সমীর কদাল দাসের মৃত্যু দুপুর নাগাদ হয়েছে ওই কর্দমাক্ত মাটিতে পড়ে তাই দেহটি শক্ত হয়ে গেছে। উপর থেকে নিচে পড়ার সময় সমীর কদাল দাস নিজের প্রাণ বাঁচানোর জন্য ঢালান থেকে পড়ার সময় আশাপাশের জঙ্গলের লতা পাতাতে ধরবার চেষ্টা করেছিল কিন্তু লতাপাতা তে ধরলেও কোনো কাজ হয়নি লতা পাতা ছিঁড়ে নিচে পড়ে যায় মৃত্যুর সময় সমীর কদাল দাসের হাতের মুঠোয় পাতাগুলি আটকে রয়েছে। এর পরের ঘটনা দমকল বাহিনীকে জানানো হলে ওরা এসে মৃতদেহ উদ্ধার করে সন্ধ্যায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় এই বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য