Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঝান্ডি মুন্ডার বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী

ঝান্ডি মুন্ডার বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী

গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ ঝান্ডি মুন্ডার বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ খাসিয়ামঙ্গল বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করে ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জোয়ারীরা। উল্লেখ থাকে, শনিবার রাতে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে খবর আসে ওই এলাকায় ঝান্ডি মুন্ডার আসর বসেছে। সেই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া থানার এস.আই রনব্রত ঘোষ। তিনি জানিয়েছেন,, আগামী দিনেও তেলিয়ামুড়া থানা পুলিশের এ ধরনের অভিযান জারি থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য