Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্কুলের শিক্ষক শিক্ষিকার দাবিতে ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ এবং বিক্ষোভ

স্কুলের শিক্ষক শিক্ষিকার দাবিতে ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ এবং বিক্ষোভ

ফের স্কুলের শিক্ষক শিক্ষিকার দাবিতে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। ঘটনা কৈলাসহরের ভগবান নগর এলাকায়। কৈলাসহরের ভগবান নগর গ্রামে অবস্থিত ভগবান নগর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতা চলছে। মাত্র আট জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। স্কুলে দিনের বেলায় একসাথে দশটি ক্লাস শুরু হলেও আট জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। এছাড়াও বিক্ষোভ কারী ছাত্র ছাত্রীরা জানায় যে, স্কুলে অনেক দিন যাবৎ স্থায়ী প্রধানশিক্ষক নেই। যারফলে, স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠনে ব্যাহত হচ্ছে, সেব্যাপারে জানালে স্কুলের ইনচার্জ জানিয়ে দেন উনি এব্যাপারে কিছু করতে পারবেন না এবং এটা উনার এক্তিয়ারের বাইরে। তাছাড়া শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলে দুইটি ক্লাসের ছাত্র ছাত্রীদের একত্রিত করে ক্লাস করানো হচ্ছে বলেও জানান। স্কুলে পানীয়জলের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরেই স্কুলে পানীয়জলের সমস্যা থাকলেও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হচ্ছে না বলেও বিক্ষোভ কারী ছাত্র ছাত্রীরা জানান। এরই মধ্যে ইদানীং স্কুল থেকে এক শিক্ষিকাকে অন্যত্র বদলী করায় স্কুলের ছাত্র ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে এবং এরই পরিপ্রেক্ষিতে ছাত্র ছাত্রীরা শনিবার সকাল এগারোটায় ভগবান নগর এলাকার ট্রাই জংশনে কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। একই সাথে এলাকার তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। রাস্তা অবরোধে শত শত গাড়ি এবং পথচারীরা আটকে পড়েছেন। অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ রয়েছে। এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। বিক্ষোভ কারী ছাত্র ছাত্রীদের অভিমত, যতক্ষন অব্দি দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে এসে কোনো ধরনের আশ্বাস না দেবেন ততোক্ষণ অব্দি অবরোধ চালিয়ে যাওয়া হবে সকাল এগারোটা থেকে রাস্তা অবরোধ চলতে থাকলেও বিকেল তিনটা নাগাদ কৈলাসহরের মহকুমা প্রশাসনের ডেপুটি মাজিস্ট্রেট প্রবীর দেববর্মা অবরোধ স্থলে হাজির বিক্ষোভ কারী ছাত্র ছাত্রীদের সাথে দীর্ঘক্ষন আলাপ আলোচনা করে জানান যে, খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে জেলা শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রদান করা হবে বলে জানান। ডেপুটি মাজিস্ট্রেট প্রবীর দেববর্মার কাছ থেকে এই আশ্বাস পাবার পর বিক্ষোভ প্রদর্শন কারী ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য