জানা যায়, অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে TR 06 B 6872 নম্বরের একটি বাইক আগরতলার দিক থেকে আমবাসার দিকে যাওয়ার পথে এক পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই পথচারী এবং অল্পবিস্তর আহত হয় বাইকে থাকা বাইকের চালক। পরবর্তীতে এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, বাইকে থাকা বাইকের চালকের নাম প্রীতম সরকার এবং বাইকের ধাক্কায় গুরুতর আহত ওই পথচারীর নাম জিতেন দেববর্মা। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।



