রাজ্যের অনেকগুলি বনেদি বিদ্যালয়কে পেছনে ফেলে ইনফরমেশন টেকনোলজিতে গোটা রাজ্যের মধ্যে সেরা পুরস্কারের তকমা পেল মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রত্যন্ত এলাকার এই দ্বাদশ মানের বিদ্যালয়টি গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এতে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্নভাবে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছে। মূলত শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণা এবং ছাত্র ছাত্রীদের একান্ত প্রচেষ্টার যুগলবন্দিতে বিদ্যালয়ের সাফল্য আসে। এই বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ১লা সেপ্টেম্বর। এরপর থেকে একে একে বিদ্যালয়ের সাফল্য আসে। ২০২২ শিক্ষাবর্ষে রাজ্য শিক্ষা দপ্তর ইনফরমেশন টেকনোলজিতে গোটা রাজ্যের মধ্যে পুরস্কার হিসেবে ঘোষণা করে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে। চলতি মাসের ৫ ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সেরা পুরস্কারটি গ্রহণ করবে রাজ্যে শিক্ষা দপ্তর থেকে। গোটা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে এই সংবাদটি যেন আরো উৎসাহ জুগিয়েছে। বিদ্যালয় চত্তরের অটল টিঙ্কারিং ল্যাবে গিয়ে প্রত্যক্ষ করা গেল কোমলমতি ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিষয়ক শিক্ষক এবং বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে রকমারি জিনিস তৈরি করছে । এযেন ছাত্র শিক্ষকের যুগল বন্দিতে পঠন পাঠনে সুদৃশ্য ফুটে উঠলো। এতে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে পঠনপাঠনের ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে যাবে। আর বিদ্যালয়ের সফলতাও ঘনঘন আসবে বলে আশাবাদী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। একদার মুঙ্গিয়াকামী এলাকা পাল্টে দিয়েছে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এতে প্রমাণিত হয় শিক্ষার পরিবেশই পারে কোন জায়গার চিত্রটা পাল্টে দিতে।।



