Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপালিত হল খোয়াই জেলা গ্রন্থাগারে রাজা রামমোহন রায়ের আড়াইশত বর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠান

পালিত হল খোয়াই জেলা গ্রন্থাগারে রাজা রামমোহন রায়ের আড়াইশত বর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠান

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন ও রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সহায়তায় খোয়াই জেলা গ্রন্থাগার আয়োজিত আধুনিক ভারতের কিংবদন্তি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের আড়াইশত বর্ষ জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এই দিন এক বর্ণময় রেলির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলা গ্রন্থাগারে। 31শে অগাস্ট- বুধবার 2022ইং সকাল এগার ঘটিকায় খোয়াই জেলা গ্রন্থাগারে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি খোয়াই পৌরপরিষদের মাননীয় চেয়ারপার্সন শ্রী দেবাশিস নাথশর্মা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খোয়াই পৌরপরিষদের মাননীয় কাউন্সিলর শ্রী পীযূষকান্তি চৌধুরী, শ্রী শন্কুপাল মহোদয় ও খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য শ্রী দীপঙ্কর ভট্টাচার্য মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক শ্রী সমরেন্দ্রনাথ দাস মহোদয়। বিশেষ অতিথিসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সন্মানিত শিক্ষক- শিক্ষয়িত্রীমন্ডলী ও শিক্ষানুরাগী বিভিন্ন ব্যক্তিবর্গ ছাত্র ছাত্রী সহ সবাই মহান মানবতাবাদী রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক শ্রী জহরলাল দাস। এরপর রাজা রামমোহন রায়ের জীবন ও কর্মধারা উপর বিস্তৃত বক্তব্য রাখেন খোয়াই পৌরপরিষদের মাননীয় চেয়ারপার্সন শ্রী দেবাশিস নাথশর্মা মহোদয়। অনুষ্ঠানের সভাপতি তথা খোয়াই জেলা শিক্ষা আধিকারিক শ্রী সমরেন্দ্রনাথ দাসের বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তির সাথে সাথে শুরু হয় খোয়াই-এর বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রীদের নিয়ে এক জনসচেতনতামূলক বর্নাঢ্য রেলী। রামমোহনের বিভিন্ন বানী সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও সানসেট সহ ছাত্রীদের এই রেলিটি খুবই দৃষ্টি নন্দন ছিল। নারী সশক্তিকরন তথা নারী ক্ষমতায়ন শীর্ষক জনসচেতনতা রেলিতে পা মেলান অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি খোয়াই পৌরপরিষদের মাননীয় চেয়ারপার্সন শ্রী দেবাশিস নাথশর্মা মহোদয়, খোয়াই পৌরপরিষদের মাননীয় কাউন্সিলর শ্রী পীযূষকান্তি চৌধুরী,শ্রী শন্কুপাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ ও খোয়াই- এর সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী বিভিন্ন ব্যক্তিবর্গ । খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিটি আবার জেলা গ্রন্থাগারে শেষ হয়। দীর্ঘদিন পর সংস্কৃতি শহর উনবিংশ শতাব্দীর এক মহামানবের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান প্রত্যক্ষ করল খোয়াই বাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য