Friday, February 7, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএলাকার বিধায়কের উপস্থিতিতে আশাবাড়ি এলাকায় সভ্যপদ অভিযান করা হয়

এলাকার বিধায়কের উপস্থিতিতে আশাবাড়ি এলাকায় সভ্যপদ অভিযান করা হয়

২০ বক্সনগর বিধানসভা অন্তর্গত আশাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার দুপুরে এলাকার বাম বিধায়ক সহিদ চৌধুরীর নেতৃত্বে কৃষক সভার সভ্যপদ অভিযান করা হয়। এদিন উনার সাথে ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সদস্য গৌরাংগো ঠাকুরতা এবং আশাবাড়ী এলাকার কৃষক নেতা আবদুল অহিদ, জানটু মিয়া প্রাক্তন মেম্বার ফারুক মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। কৃষক সভার রাজ্যে কমিটির সদস্য ঠাকুরতা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান ,মানুষ খোলা মেলা ভাবে উনাদের সাথে কথা বলছেন,সভ্যপদ খুশি মনে গ্রহণ করছেন, কোনো বাধা নিষেধ ছাড়াই। এদিন আশাবাড়ি এলাকার প্রত্যেক এর বাড়ি বাড়ি গিয়ে সভ্যপথ অভিযান করেন নেতৃত্বরা। তাছাড়াও এলাকার মানুষ বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলের রাস্তাঘাট ,বিদ্যুত পরিষেবা এবং মূল্য বৃদ্ধির কথা তুলে ধরেন বাম নেতৃত্বদের নিকট । এদিন এমনটাই ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্বরা ।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য