Saturday, January 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসাহিত্য সম্মাননা পাবে বলে কবি সাহিত্যিক সহ খোয়াই বাসির মধ্যে ভুল তথ্য...

সাহিত্য সম্মাননা পাবে বলে কবি সাহিত্যিক সহ খোয়াই বাসির মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে খোয়াই এর এক কবি

পশ্চিমবঙ্গের কাঁচড়াপাড়ার একটি সাহিত্য সংগঠন ‘আজকের অনুভব পরিবার’। তাদের ১৭ তম বার্ষিক সম্মেলন এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর চব্বিশ পরগনায় কাঁছড়াপড়ায় । এই বার্ষিক সম্মেলন শুধু সাহিত্য সম্মেলন নয় এটি একটি মূলত – সাহিত্য- সংস্কৃতি – ক্রীড়া ও সমাজ সেবিদেরকে নিয়ে সম্মেলন। এই বার্ষিক সম্মেলন এ পশ্চিম বঙ্গের কবি, সাহিত্যিক ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গা থেকে কবি ও শিল্পীগন উপস্থিত হন প্রতিবছর। তেমনি ভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও আমন্ত্রণ থাকে বিভিন্ন কবিদের। এবছরও আমন্ত্রণ জানানো হয় খোয়াই এর বিশিষ্ট নাট্যকার ,গল্পকার ও কবি গণেশ দেবরায় এবং কবি দীপেন নাথ শর্মা কেও। সম্মেলনে যারা নিজ খরচের দায়িত্ব নিয়ে যোগদান করেন তাদের প্রত্যেকে শুভেচ্ছা সম্মান জানান আজকের অনুভব পরিবার। বিশেষ কোন কাব্যগ্রন্থ বা নাট্য সমগ্র প্রকাশের জন্য কোন সম্মান প্রদর্শন করা হয় না বলেও আজকের অনুভব পরিবারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়। তবে উপস্থিত সকলকেই সম্মানিত করেন ওরা। কিন্তু দেখা গেছে উক্ত অনুষ্ঠানে খোয়াই এর এক কবি দীপেন নাথশর্মা বাজারে প্রচার করছেন যে পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ার সাহিত্য সংগঠন আজকের অনুভব পরিবারের পক্ষ থেকে দীপেন নাথশর্মা কে নাকি উনার লেখা দুটি বই দুঃসময়ের কবিতা, ও শব্দের বেলাভূমির জন্য নাকি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে বলে প্রচার করছেন। কবি সাহিত্যিক সহ খোয়াই বাসির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন কবি দীপেন নাথশর্মা বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সাহিত্যিক সংগঠন থেকে। কোন উদ্দেশ্যে দ্বীপেন নাথশর্মা এই বিভ্রান্তিকর তথ্যটি প্রকাশ করছেন বিভিন্ন প্রচার মাধ্যমে বোধগম্য হচ্ছে না অনেকেরই।
জানা যায় আজকের অনুভব সাহিত্য পত্রিকা- সেখান থেকেই প্রকাশিত হয় প্রতি তিন মাস অন্তর। যেখানে ভারত তথা বাংলাদেশের বহু কবিদের কবিতা ও গল্প প্রকাশিত হচ্ছে ধারাবাহিক ভাবে। উক্ত সম্মেলন উপলক্ষে কবিতা ও গল্প রচনা প্রতিযোগিতা হবে। খোয়াই এর অনেক কবি সাহিত্যিকরা অংশ নিচ্ছেন তাতে। বিগত বছর গুলোতে ও অনেক কবি সাহিত্যিকরা সেই সম্মেলনে অংশ গ্রহণ করেছেন এবং শুভেচ্ছা সম্মান গ্রহণ করেছেন। এবছর খোয়াই থেকে কবি দীপেন নাথ শর্মা অংশ গ্রহণ করছেন তাতে। নাট্যকার গণেশ দেবরায়ও অংশগ্রহণ করার কথা রয়েছে কিন্তু জানা যায় গণেশ দেবরায়ের আর্থিক সমস্যার কারণে তিনি ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারছেন না এবছর। এছাড়া খোয়াইয়ের অনেক কবি-সাহিত্যিকরা আগেই বলে দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে তাই অনুষ্ঠানসূচি তে তাদের নাম প্রকাশ হয়নি। অনুষ্ঠানসূচি তে স্পষ্ট লেখা রয়েছে সেই অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের শুধু সম্মাননা দেওয়া হবে। কোন বই অথবা কাব্য লেখার জন্য পুরস্কার দেওয়া হবে না। এর পরও সেই অনুষ্ঠানে দীপেন নাথ শর্মাকে পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ার সাহিত্য সংগঠন আজকের অনুভব পরিবারের পক্ষ থেকে নাকি দ্বীপেন নাথ শর্মাকে ত্রিপুরা রাজ্য থেকে একজন কবি হিসেবে উনার দুটি বইয়ের জন্য পুরস্কৃত করছেন যা সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন দীপেন নাথ শর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য