Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবি মাথায় রেখে অবশেষে স্থানীয় পূর্তদপ্তর রাস্তা সংস্কারের কাজে...

এলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবি মাথায় রেখে অবশেষে স্থানীয় পূর্তদপ্তর রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো, ঘটনা তেলিয়ামুড়ার লালটিলা থেকে দুস্কি যাতায়াতের সড়ক পথটি

জানা যায় লালটিলা থেকে দুস্কি এলাকার সাধারন মানুষরা এই সড়ক পথ দিয়ে যাতায়াত করতে হলে বিভিন্ন ভাবে বেগ পেতে হতো রাস্তা খারাপ থাকার কারনে। এর প্রতিবাদে চলতি মাসের গত ১২ ই অাগস্ট এলাকাবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করেছিল। এর পরই তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যানী রায়ের হস্তক্ষেপে লালটিলা ভায়া দুস্কি সড়ক পথটির সংস্কারের কাজে হাত দেয় তেলিয়ামুড়া পূর্তদপ্তরের কর্মকর্তারা। যদিও বর্তমানে দ্রুততার সাথে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানান এলাকার মানুষজন। তাদের অভিমত বিগত দিনে রাস্তা খারাপ থাকার কারনে এলাকাবাসীদের বিভিন্ন ভাবে বেগ পেতে হতো। কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে।ফলে এলাকার কৃষক থেকে শুরু করে পথচলতি সাধারন মানুষজনরা বেজায় খুশি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য