বিজেপি দলের সমর্থক হওয়ার অপরাধে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা এক উপজাতির বাড়িঘর সহ তার আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা তার ঘরে। নিয়ে যায় নগদ প্রায় ২৩,০০০ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র। এদিন রাতে পরিবারের লোকজনরা প্রাণে বাঁচার তাগিদে জঙ্গলে আশ্রয় নেয় । ঘটনা, মুঙ্গিয়াকামী থানাধীন বংশীপাড়া এলাকায়। এই ঘটনা নিয়ে গৃহ স্বামী শ্যামল দেববর্মা মুঙ্গিয়াকামী থানাতে জানালেও কোন এক অজ্ঞাত কারণে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বংশীপাড়াতে যাইনি ঘটনা তদন্ত করার জন্য । এমনটাই অভিযোগ গৃহস্বামী শ্যামল দেববর্মার ।
অভিযোগ, রাত প্রায় ১১:৩০ নাগাদ দুষ্কৃতিকারীরা শ্যামল দেববর্মার বাড়ি ঘর ভাঙচুর করে হামলা চালিয়ে। গৃহস্বামী শ্যামল দেববর্মা পরিবারের সদস্যদের নিয়ে প্রাণে বেঁচে থাকার তাগিদে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় । পরক্ষণে ওইসব ঘটনা গুলি মুঙ্গিয়াকামী থানাতেও জানিয়েছিল সে। উল্লেখ থাকে, গত ২০২১ সালে দুষ্কৃতীরা শ্যামল দেববর্মার বাড়িতেও হামলা চালিয়ে ছিল। কারণ, শ্যামল দেববর্মা বিজেপি দলের সমর্থক এটাই তার অপরাধ । এখন দেখার বিষয় মুঙ্গিয়াকামী থানার কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত কতটা নিরপেক্ষভাবে করে ।।