১৫০ নং ব্যাটেলিয়ান বিএসএফ এবং পুলিশ ও কাস্টম এর সাফল্য গোপন খবরের ভিত্তিতে রহিমপুর বাজারে একটি দোকান ঘরের গোডাউন থেকে বিপুল পরিমানের পটকা, বাজি, চকলেট, কোলগেট, ট্যাং ও তেল অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে যার বাজার মূল্য আট লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়,এ দিনে অভিযানে নেতিত্রে ছিলেন আশাবাড়ি বি ও পির কম্পানি কমান্ডার রমেশ চৌধুরী,কলমচৌড়া থানার এ এস ডেবিট ডালং, কাস্টম আধিকারিকরা,তাঁদের বক্তব্য তাঁদের কাছে খবর আছে যে এই জিনিস বাংলাদেশ পাচারের জন্য মজুত রাখা হয়েছে,পরে এই বাজেয়াপ্ত জিনিসগুলি আশাবাড়ী বিউপিতে নিয়ে আসে,বিএসএফ সীমান্তের ডিউটির পাশাপাশি বিভিন্ন জায়গা হানা দিয়ে বিভিন্ন মাধবদ্রব্য ও নিয়ে আসে