গোটা বক্সনগরে উন্নয়নের ছোঁয়া।বক্সনগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে আসেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী জন বারলা।তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন,সিপাহীজলা জেলার দক্ষিনাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার,ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া,যুব মোর্চার সভাপতি জিমুল হক,২০ বক্সনগর মন্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।প্রশাসনের তরফ থেকেও সোনামুড়া মহকুমা শাসক,বক্সনগর ব্লক ভিডিও শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা এদিনের পরিদর্শনে ছিলেন।কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী শনিবার সকাল১১ ঘটিকার সময় বক্সনগর ব্লক অধীনস্থ পুটিয়া গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে তিনি মধ্য বক্সনগর সিনিয়র মাদ্রাসা ও মাদ্রাসা বয়স হোস্টেল এর নতুন ভবনটি পরিদর্শন করে।হোস্টেল পরিদর্শন শেষে তিনি গার্লস হোস্টেল পরিদর্শন যাওয়ার সময় বক্সনগর এর একমাত্র প্রত্নতাত্ত্বিক নির্দেশন বুধ্বস্তূপটি পরিদর্শন করে, তার সৌন্দর্য উপলব্ধি করে তিনি নিজেও আপ্লুত হয়ে যান। কারণ এত সৌন্দর্য দৃশ্য গ্রামেও থাকে। তা তিনি নিজে আগে উপলব্ধি করতে পারেননি,বক্সনগরে এত সৌন্দর্য একটি প্রত্নতাত্ত্বিক নির্দেশন রয়েছে।তারপর তিনি বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন গার্লস হোস্টেল,বক্সনগর মোটরস্ট্যান্ড এ ১২০টি মার্কেট স্টল নতুন ভবনের কাজ পরিদর্শনসহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিংটি পরিদর্শন করেন।পরে তিনি ২০ বক্সনগর মন্ডল অফিস কার্যালয়ে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করে। এবং আগামী দিনে যাতে এই বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রটি আরো উন্নয়ন হয় তার দিকেও নজর রাখবেন তিনি।