Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরের বাঁশ কুড়োল সংগ্রহে গিয়ে বিদ্যুৎ ছুবলে প্রাণ গেল এক জনজাতি গৃহবধুর

কল্যাণপুরের বাঁশ কুড়োল সংগ্রহে গিয়ে বিদ্যুৎ ছুবলে প্রাণ গেল এক জনজাতি গৃহবধুর

সাত সকালে কল্যাণপুরে বিদ্যুৎ ছোবলে মৃত্যু হল এক জনজাতি তিন সন্তানের জননীর। চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানা এলাকার লক্ষ্যচন্দ্র পাড়াতে। ঘটনার বিবরণে জানা যায় রান্না করবে বলে বাড়ির পাশের জঙ্গলে বাসের কড়ুল আনতে যায় বিপিন দেববর্মার স্ত্রী বালাতি দেববর্মা ( ২৩)। জঙ্গলের মধ্যেই বিদ্যুৎ -এর সংস্পর্শে আসে।
উল্লেখ্য, এই প্রত্যন্ত লক্ষচন্দ্রপাড়ার জঙ্গলে হাতির আক্রমণ লেগেই থাকে। এই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতেই কে বা কারা বিদ্যুৎ লাইন বা তার লাগিয়ে রেখেছে বলে একাংশের অনুমান।
এদিকে জনজাতি রমনীর বিদ্যুৎ স্পৃষ্ট হবার খবর পেয়ে কল্যাণপুর হাসপাতাল থেকে ১০২ অ্যাম্বুলেন্স ছুটে গিয়ে মহিলাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর চাউর হতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙ্গে পড়ে তার নিকট আত্মীয় স্বজনরা। মহিলার স্বামী বিপিন দেববর্মা দিনমজুরি করেই সংসার প্রতিপালন করে থাকে, তাদের সংসারে রয়েছে তিন তিনটা অবুঝ সন্তান।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য