দলীয় অফিস থেকে বৈঠক সেরে বাড়ি যাওয়ার পথে বাইপাসে দুর্বৃত্তদের আক্রমণে আহত সিপিএম পশ্চিম জেলা নেতৃত্ব বিপদ বন্ধু ঋষিদাস। যিনি আগরতলা পুর নিগমের প্রাক্তন মেয়র- ইন পারিষদ ছিলেন।রাজধানীর আড়ালিয়া এলাকার বাসিন্দা বিপদ বন্ধু ঋষিদাস। বামফ্রন্ট পরিচালিত আগরতলা পুর নিগমের মেয়র ইন পারিষদ ছিলেন তিনি। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা বিপদ বন্ধু ঋষিদাস সিপিএম পশ্চিম জেলা কমিটির সদস্যও। শুক্রবার দলের ডুকলি মহকুমা কমিটির অফিসে বৈঠক ছিল। সেখান থেকে বাইপাস দিয়ে আড়ালিয়া বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ পথে দুর্বৃত্তরা প্রকাশ্যে তাকে আক্রমণ করে। হেলমেট সহ বিভিন্ন জিনিস দিয়ে প্রায় ৩০-৪০ জন বিপদ বন্ধু ঋষিদাসকে মারধর করে। পরে কোন ক্রমে উনি সেখান থেকে আসেন। লোকজন পরে আহত বিপদ বন্ধু ঋষিদাসকে আই জি এম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জিবিতে রেফার করা হয়। তাঁর অভিযোগ দুর্বৃত্তরা মোটর বাইক ভাঙচুরের পাশাপাশি তাঁর মোবাইল, দুটি এটিএম কার্ড নিয়ে যায়। এদিকে আক্রমণের ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান সিপিএম নেতা রতন দাস, নারায়ণ দেব, বিধায়ক রতন ভৌমিক। তারা চিকিৎসার তদারকি করেন। ঘটনার নিন্দা জানান ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।



