Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী...

তেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অর্জন করলো স্বচ্ছ বিদ্যালয়ে পুরস্কার

রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক রাজ্যের নানা প্রান্তের যে ১২টি বিদ্যালয়’কে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার প্রদান করা হয়েছে তার মধ্যে দুইটি পুরস্কার তেলিয়ামুড়া মহকুমায়। এতে আনন্দিত তেলিয়ামুড়া বাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা।
খবরে প্রকাশ,, গত ২৪ শে আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষামন্ত্রীর হাত দিয়ে রাজ্যের বারোটি বিদ্যালয়’কে স্বচ্ছতা সহ নানা বিষয়ে পুরস্কৃত করে। এতে তেলিয়ামুড়া মহকুমার বনেদি বিদ্যালয়ের মধ্যে অন্যতম কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বচ্ছতায় সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করে। শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুরাই দেববর্মার হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ থাকে, এই বিদ্যালয় ২০১৬ সালে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করেছিল। অন্যদিকে ২০২১ সালে এই বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির নিরিখে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করেছিল। বিদ্যালয়টি বরাবরই সুনামের সহিত নানা দিক দিয়ে সফলতা অর্জন করছে। অপরদিকে, তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত আঠারমুড়া পাহাড়ের পাদদেশে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিও নিজেদের সাফল্যের খাতায় দুই দুইটি পুরস্কার যুক্ত করলো। গতকাল তথা বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা মন্ত্রীর হাত থেকে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে। এতে খুশির হাওয়া বইছে আঠারোমুড়ার প্রত্যন্ত এলাকায়। একটা সময় যে এলাকাটি ছিল বৈরীদের মূল বিচরণ ক্ষেত্র সেই জায়গার একটি মাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বর্তমানে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য