Saturday, January 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রতারক সন্দেহে গনধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী বহিঃরাজ্যের তিন যুবককে।...

প্রতারক সন্দেহে গনধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী বহিঃরাজ্যের তিন যুবককে। ঘটনা, বুধবার তেলিয়ামুড়া থানাধীন রাংখল পাড়া এলাকায়।

জানা যায়, বিগত কয়েক দিন ধরে রাংখল পাড়া সহ এর পার্শবর্তী এলাকাগুলিতে বহিঃরাজ্যের কিছু যুবক প্রতারনা করছে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিমত বিগত কিছুদিন যাবৎ গ্রাম বাসিদের মূল্যবান উন্নত প্রজাতির মোরগ ছানা বলে ব্রয়েলার মুরগের বাচ্চাকে গায়ে রং মেখে বিক্রি করে আসছে চড়া দামে। ব্রয়েলার মুরগের বাচ্চার গায়ে রং মেখে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থ লুটে চলছিল বলে অভিযোগ। বুধবার রাংখল পাড়া এলাকায় প্রতারণা করে মোরগ ছাড়া বিক্রি করতে আসলে স্থানীয় বাসিন্দারা ওই তিন যুবককে আটক করে এবং তাদের কাছে থাকা মোরগ ছানাগুলিকে জল দিয়ে পরিষ্কার করা মাত্রই স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারে এগুলি আসলে ব্রয়লার মোরগের বাচ্চা। পরবর্তীতে স্থানীয়রা ওই তিন যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বহিঃরাজ্যের তিন যুবকের নাম যথাক্রমে মনজু আলম মীর, সৈইদুল পিয়াদা, মুরসিদ গায়েন। এদের তিন জনের বাড়ি পশ্চিমবঙ্গে বলে জানা যায়। প্রতারণা করে মোরগের ছানা বিক্রি করার দায়ে বর্তমানে ঐ তিন যুবক রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারণা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য