Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজনৈতিক সন্ত্রাসে অগ্নিগর্ভ মুঙ্গিয়াকামী বাজার

রাজনৈতিক সন্ত্রাসে অগ্নিগর্ভ মুঙ্গিয়াকামী বাজার

রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত পাহাড়। অগ্নিগর্ভ মুঙ্গিয়াকামী বাজার। বিজেপি জনজাতি মোর্চার বাজার সভাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী বাজারে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ বিজেপি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকার মুঙ্গিয়াকামী বাজারে মঙ্গলবার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া।
খবরে জানা যায়,,, আগামী ২৯ তারিখ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা’র খুমলুং আসাকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন এ.ডি.সি এলাকায় প্রচার চলছে জোর কদমে। মঙ্গলবার বিজেপি রাজ্য জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামী বাজার এলাকায় বাজার সভায় অংশগ্রহণ করতে মুঙ্গিয়াকামী’তে আসে। এদিকে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা আগে থেকেই মঙ্গিয়াকামী বাজারে জড়ো হয়ে থাকে। মুঙ্গিয়াকামী বাজারে বিকাশ দেববর্মা’র উপস্থিত হতেই উত্তেজিত হয়ে উঠে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা‌। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তখনি আচমকাই তিপ্রামথা দলের একাংশ দুষ্কৃতিকারীরা বিকাশ দেববর্মার উপর দলীয় কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা চালায়। তখন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস্ বাহিনী সহ আধা সাময়িক বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে পরিস্থিতি দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে বিকাশ দেববর্মাকে করা প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুঙ্গিয়াকামী স্থিত সি.আর.পি.এফ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া ও মুঙ্গিয়াকামী থানার ও.সি গৌতম দেববর্মা বিকাশ দেববর্মা’কে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চাকমাঘাট স্থিত ২৯ কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে পৌঁছে দিয়ে যায়। পরবর্তীতে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ আহতদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া।
বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, পাহাড়ে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা পাগলা কুকুরের মত ঘেউ ঘেউ করতেই জানে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কেও তীব্র ভাষায় কটাক্ষ করেন পাতাল কন্যা জমাতিয়া। তিপ্রামথা দলকে সিপিএমের বি টিম বলেও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে দস্তাধস্তিতে লিপ্ত হয়ে আহত হয় মহিলা সহ তিনজন তিপ্রামথা কর্মী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য