মঙ্গলবার তেলিয়ামুড়া পুর পরিষদের পৌর পিতা রূপক সরকার পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে পুর পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে এবং পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কে নিয়ে পুর এলাকা পরিদর্শনে আসেন। মূলত ১৫ নং ওয়ার্ড এলাকার একটি ড্রেনের কারণে একই এলাকার গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই খবর পুর পিতার কাছে আসে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের থেকে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে যান পুর পিতা এবং ওই এলাকার সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে অতি দ্রুত কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পুর পিতা।