প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের ২০২২ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার সকাল ১১ টা থেকে । ২০২২ সালে সাধারণ নির্বাচনে ‘ক’ এবং ‘খ’ দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। রবিবার সকাল ১১ টা থেকে স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহন পর্ব শুরু হয় । এই ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত । এদিনে বিকেল ৫ টা থেকে ভোট গণনা পর্ব শুরু হয় । দুইটি রাউন্ডের মধ্যে গণনা হয় দুটি রাউন্ডের মধ্যেই ‘খ’ প্যানেল নির্বাচিত প্রার্থীরা এগিয়ে ছিল । দুটি রাউন্ডের গণনা শেষে ‘খ’ প্যানেলের প্রার্থী পিন্টু দাস সর্বমোট পেয়েছে ১৬২টি ভোট, কানাই সরকার পেয়েছে ১৬৯ টি ভোট। গণনা শেষে ‘খ’ প্যানেলের সকল প্রার্থীরা ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় হয় প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের ২০২২ সালের সাধারণ নির্বাচনে।।



