আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের প্রতিটি মন্ডল -এর উদ্যোগে গোটা রাজ্যেই অনুষ্ঠিত হচ্ছে বিজেপি দলের কার্যকরণী বৈঠক। রাজ্যের বিভিন্ন মন্ডলের সঙ্গে শনিবার তেলিয়ামুড়া মণ্ডলের OBC মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই মৈত্রী ভবন কমিউনিটি হলে। OBC মোর্চা তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই কার্যকরণী বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর, ওবিসি মোর্চার সভাপতি বিধান চৌধুরী সহ জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। কার্যকরণী বৈঠকের পূর্বে তুইসিন্দ্রাই মৈত্রী ভবন কমিউনিটি হল প্রাঙ্গণের সামনে বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কমিউনিটি হল গৃহে কার্যকরণী বৈঠক এর উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলেন মধ্য দিয়ে।
এদিনের এই কার্যকরণী বৈঠকের ব্যাপারে বলতে গিয়ে ওবিসি মোর্চার সভাপতি বিধান চৌধুরী বলেন, আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধির লক্ষ্যে রাজ্য কমিটির নির্দেশ ক্রমে ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এ দিনের এই কার্যকরণী বৈঠক।।



