Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন বিভিন্ন এডিসি ভিলেজ গুলো রাস্তার অবস্থা কঙ্কালসার...

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন বিভিন্ন এডিসি ভিলেজ গুলো রাস্তার অবস্থা কঙ্কালসার । প্রত্যন্ত এলাকার গিরি বাসীদের যাতায়াতের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ ।

এডিসি প্রশাসন এলাকাবাসীদের স্বার্থে কতটা কাজ করে এ নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ালো । প্রসঙ্গ চাকমাঘাট থেকে নোনাছড়া পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্তমানে কঙ্কালসার । রাস্তার এমন করুণ দশা কোন মুমূর্ষ রোগী কে রাত্রিকালীন সময়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসতে ভীষণভাবে ব্যাক পেতে হয় প্রত্যন্ত এলাকার গিরিবাসিদে । এনিয়ে এলাকাবাসীদের মধ্যে চরমভাবে ক্ষোভ বইছে এডিসি প্রশাসনের বিরুদ্ধে । বিশেষ করে কাঁকড়া ছড়া , বাহাদুর সরদারপাড়া, হাজরা পাড়া, প্রজা বাহাদুর মলশোম পাড়া , দত্ত মলশোম পাড়া , নবজয়পাড়া, কর্ণ রাম পাড়া , গয়াংফা সহ এলাকাবাসীরা দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে যাতায়েত করতে হচ্ছে । এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে দীর্ঘ বছর ধরে । রাস্তাঘাট কঙ্কালসারের অবস্থা এডিসি প্রশাসনও জানে কিন্তু কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ । অন্যদিকে রাস্তা খারাপ থাকার কারণে প্রসূতি মায়েদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেও সঠিক সময়ে নিয়ে আসতে পারছে না । কিন্তু এরপরেও এডিসি প্রশাসনের কুম্ভনিদ্রা ভঙ্গ হয় না । এলাকাবাসীদের জোর দাবি দ্রুত চাকমাঘাট থেকে নোনাছড়া রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য এডিসি প্রশাসনের কাছে । তবে এডিসি প্রশাসন এ ব্যাপারে কতটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য