Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক কুড়ি (২০) কেজি শুকনো গাঁজা সেই সঙ্গে...

তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক কুড়ি (২০) কেজি শুকনো গাঁজা সেই সঙ্গে আটক ৪ পাচারকারী


পাচারকালে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক কুড়ি (২০) কেজি শুকনো গাঁজা সেই সঙ্গে আটক ৪ পাচারকারী। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার দুষ্কি-লালটিলা সড়কে বৃহস্পতিবার।
খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপনে একটি খবর আসে রেল পথে তেলিয়ামুড়া থানা এলাকার দুষ্কি-লালটিলা সড়ক ধরে কিছু পরিমাণ গাঁজা পাচার হবে। এই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মনের নেতৃত্বে পুলিশ ও টি.এস.আর বাহিনী ওই এলাকায় গিয়ে কুড়ি কেজি শুকনো গাঁজা সহ চার পাচারকারী’কে আটক করতে সক্ষম হয়। এই চার পাচারকারী যথাক্রমে চন্দ্র জয় দেববর্মা,সুজিত দেববর্মা,আশিফ উদ্দিন, সাজাদ আলী। এর মধ্যে দুজনের বাড়ি মান্দাই ও দুইজনের বাড়ি বহিঃ রাজ্যে। সেই সঙ্গে আটক করা হয় তাদের সঙ্গে থাকা দুইটি মোটর সাইকেল সহ বেশ কয়েকটি মোবাইল ফোন। জানা যায়, গাঁজা গুলো মান্দাই থেকে হলং সিকি হয়ে বিকল্প সড়ক পথে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে আসার পথে পুলিশ গোপন খবরের ভিত্তিতে দুষ্কি- লালটিলা সড়ক থেকে গাঁজা সহ মোট চার জনকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য