Wednesday, January 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরকে ব্যবহার করে পণ্য আমদানির পরীক্ষামূলক ট্রায়াল...

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরকে ব্যবহার করে পণ্য আমদানির পরীক্ষামূলক ট্রায়াল রান অনুষ্ঠিত হয় আজ

ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর আই সি পি দিয়ে পণ্যবাহী যান রিসিভ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা প্রমুখড়া। সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে পন্যবাহী যান ভারতে প্রবেশের ক্ষেত্রে স্বাগত জানান দুই মন্ত্রীসহ অন্যান্য বিশিষ্টরা। এরপর শ্রীমন্তপুর আইসিপিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবাশিস নন্দী। অনুষ্ঠানের প্রধান বক্তার ভাষণে বাংলাদেশ এবং ভারত বর্ষের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যকে আরো মজবুত করতে প্রায় ৫০% পণ্য আমদানি রপ্তানি বিষয়ে দু’দেশের হাইকমিশনারদের অনুরোধ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি শ্রীমন্তপুর চেকপোষ্ট এবং বিবির বাজার এর মধ্যে যে স্থলপথ রয়েছে সেটি দ্রুত নবীকরণ করার কাজে হাত বাড়ানোর জন্য অনুরোধ জানান মন্ত্রী। এছাড়াও আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দিবসে ত্রিপুরা রাজ্যের মানুষ ও যেন সামিল হয় সেজন্য ত্রিপুরা রাজ্যে ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে আলোচনা রাখেন মন্ত্রী সান্তনা চাকমা, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার আরেক মহম্মদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারি হাইকমিশনার ডঃ রাজীব রঞ্জন প্রমুখড়া। পরীক্ষামূলক পণ্য আমদানিতে আজ প্রথম দিনে প্রায় ৯০৪৮৯১.৭৫ টাকা মূল্যের প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরীর কাঁচামাল আমদানি করা হয়। এ পণ্য গুলি শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে শিলচরে যোগিপারার উদ্দেশ্যে রওনা হবে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য