আবারো এক গৃহবধূ নির্যাতনের শিকার এবং গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায়। বুধবার এনিয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধু। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় বছর পূর্বে একই থানা এলাকার লেম্বুছড়ার বাসিন্দা নিমাই সরকারের মেয়ে শিল্পী সরকারের সাথে মেলা পাথর এলাকার বাসিন্দা লক্ষণ সরকারের ছেলে ইন্দ্রজিৎ সরকারের সামাজিকভাবে বিবাহ হয়। বর্তমানে তাদের একটি ফুট ফুটে কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বিবাহের পর থেকেই গৃহবধূ প্রতিনিয়ত তার নিজ স্বামী ইন্দ্রজিৎ সরকারের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ। প্রায় সময়ই ঐ গৃহবধূকে তার স্বামী মারধর করে এবং ওই গৃহবধূকে প্রায়শই তার স্বামী প্রাণে মেলায় ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ করে ওই গৃহবধূ। এরমধ্যে গত শনিবার রাতেও পারিবারিক বিষয় নিয়ে গৃহবধূকে বেধড়ক ভাবে মারধোর করে স্বামী ইন্দ্রজিৎ সরকারের। এক সময় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ওই গৃহবধূ সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে লেম্বুছড়া শিবির স্থিত নিজ বাপের বাড়িতে আশ্রয় নেয়। এবং বুধবার তেলিয়ামুড়া থানায় কুলাঙ্গার স্বামী ইন্দ্রজিৎ সরকারের বিরুদ্ধে অভিযোগ জানায় ওই গৃহবধূ। এখন দেখার অভিযুক্ত স্বামী ইন্দ্রজিতের বিরুদ্ধে কি ধরণের পদক্ষেপ নেয় থানা বাবুরা।।