১৯৪৭ সালে দেশকে ভাগ করা হয়েছিল এবং এই দেশ ভাগকে কেন্দ্র করে দেশের মধ্যে একটি বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয় আর তাতে বহু মানুষের প্রাণহানি ঘটে সম্পদ বিনষ্ট হয়। সংবাদের প্রকাশ, ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে ওই অসহায় মানুষদের প্রতি সমবেদনা এবং বিভীষিকা সৃষ্টিকারী দের প্রতি ধিক্কার জানাতে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক মৌন মিছিল সংঘটিত করা হয় রবিবার সন্ধ্যায়। এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের সভাপতি টুটন দেব, খোয়াই জেলার বিজেপি নেতৃত্ব বিজন কর ও জয়ন্ত সাহা সহ অন্যান্যরা। এদিনের এই মিছিলটি মহারানীপুর এলাকা থেকে বেরিয়ে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহারানীপুর এলাকায় এসে সমাপ্ত হয়। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই মিছিলে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।।



