আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রভাত ফেরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে। বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে এই প্রভাত ফেরি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই প্রভাত ফেরী’তে পা মেলান তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, পুর পিতা রূপক সরকার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ কচিকাঁচা পড়োয়ারা। এদিনের এই প্রভাত ফেরির রেলিটি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এসে শেষ হয়। অন্যদিকে তেলিয়ামুড়া পুর পরিষদের ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে নেতাজি নগর এলাকা থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় ও বিধায়িকা কল্যাণী রায় সহ পুর পিতা সহ ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলদের উপস্থিতিতে এই পথযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় ছোট ছোট শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই সঙ্গে বনদপ্তরের উদ্যোগে আয়োজিত “RUN FOR GREEN TRIPURA” এই স্লোগানকে সামনে রেখে বনদপ্তরের উদ্যোগে বনদপ্তরের কর্মীরা বি.এস.এফ, সি.আর.পি.এফ এবং বিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ম্যারাথন রেলি অনুষ্ঠিত করে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র থেকে। এই ম্যারাথন রেলি তেলিয়ামুড়া নেতাজি নগর থেকে পুনরায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, জেলা বন আধিকারিক জয়া রাঘুল জিসান বি., মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, পুর পিতা রূপক সরকার সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া চাকমা ঘাট স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস ১২ নং বাহিনীর মূল কার্যালয় থেকে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক রেলিতে বাহিনীর জোয়ান সহ উচ্চ পদস্থ আধিকার অংশগ্রহণ করে।



