আজাদী কা অমৃত মহোৎসবের নামে অতি দেশভক্তি দেখাতে গিয়ে একাংশের দ্বারা দেশের গৌরব জাতীয় পতাকার অবমাননার দৃশ্য প্রকাশ্যে আসতেই জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এমনই ঘটনা প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় এবং একাংশ সরকারি দপ্তরে। শ্রদ্ধার সহিত গোটা দেশে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। আর এই আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে গোটা দেশে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের প্রতিটি জায়গায় শ্রদ্ধার সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। কিন্তু তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এবং একাংশ সরকারি দপ্তরে দেখা গেল জাতীয় পতাকার অবমাননা। রবিবার, তেলিয়ামুড়া ইচারবিল স্থিত সীমাবদ্ধ ক্লাবে গিয়ে প্রত্যক্ষ করা গেল ছেঁড়া এবং অপরিষ্কার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ও পথ চলতে সাধারন মানুষজন জানিয়েছেন,,, অতি দেশ ভক্তি দেখাতে গিয়ে জাতীয় পতাকার সম্মান দিতেই ভুলে গেছেন ক্লাব কর্তৃপক্ষ। তাছাড়া এই দেশের জন্য যারা অনেক রক্ত ঝরিয়েছেন এবং শহীদ হয়েছেন সেই দেশের জাতীয় পতাকা অবমাননা করা মোটেও ভালো চোখে দেখছে না শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল।
অপরদিকে তেলিয়ামুড়া স্থিত একটি বাইকের শোরুমের ছাদে ধর্মীয় পতাকাকে উচ্চ স্তরে রেখে দেশের গৌরব জাতীয় পতাকাকে নিচে লাগানো হয়েছে। এব্যাপারে ওই শোরুমের এক কর্মীর নিকট জানতে চাওয়া হলে তিনি অপকটে স্বীকার করেন,, আগে থেকেই ওই ধর্মীয় পতাকা এই স্থানে লাগানো ছিল। কিন্তু জাতীয় পতাকা সারা দেশ ও রাজ্যজুড়ে লাগানো হচ্ছে বলে এই শোরুমেও সেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তাছাড়া, বাইশঘড়িয়া এলাকার জনৈক এক বাড়িতে প্রত্যক্ষ করা গেল শৌচালয়ের ছাদে লাগানো হয়েছে দেশের জাতীয় পতাকা। পরবর্তীতে অবশ্য সাংবাদিকদের ক্যামেরা দেখে হতচকিয়ে উঠে তড়িঘড়ি শৌচালয়ের ছাদ থেকে জাতীয় পতাকা নিচে নামিয়ে নেয়। অপরদিকে তেলিয়ামুড়ার এক সরকারি দপ্তরেও প্রত্যক্ষ হলো জাতীয় পতাকার অবমাননার দৃশ্য, তেলিয়ামড়ার পুরাতন টি.আর.টি.সি সংলগ্ন এলাকায় স্থিত The Inspector Of Legal Metrology অফিসে প্রত্যক্ষ করা গেল, দেশের গৌরব সুন্দরতম জাতীয় পতাকা উত্তোলন না করে, উত্তোলন করা হয় ছেড়া জাতীয় পতাকা। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের গৌরব জাতীয় পতাকা উত্তোলনের নামে একাংশ জায়গায় জাতীয় পতাকার অবমাননার দৃশ্য প্রত্যক্ষ করে এবং জাতীয় পতাকার অবমাননাকারীদের ভূমিকায়, সর্বত্র সাধারণ মানুষজন থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে রিতীমতো ছিঃ ছিঃ রব উঠছে।।



