যান দুর্ঘটনা যেন কিছুতেই পিছুপা ছাড়ছে না।তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর ডি.এম কলোনি সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে TR 06 C 8623 নম্বরের একটি স্কুটি এক পথচারী ব্যক্তিকে ধাক্কা দেয় এবং স্কুটি টি দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্ব আহত হয় স্কুটির চালক। স্কুটির ধাক্কায় অল্পবিস্তর আহত হয় ওই পথচারী। পরবর্তীতে এলাকার লোকজন এই দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের এবং দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। স্কুটিতে থাকা গুরুতর আহত যুবকের নাম সাজান রিয়াং এবং স্কুটির ধাক্কায় আহত পথচারীর নাম অমল দেব। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।



