Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে কল্যাণপুরে সাড়া জাগানো বাইক মিছিল

হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে কল্যাণপুরে সাড়া জাগানো বাইক মিছিল

হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে কল্যাণপুর জুড়ে ব্যাপক সাড়া জাগিয়ে বাইক রেলি করল ভারতীয় জনতা যুব মোর্চা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার কল্যাণপুরের সোনার তরী মূক্ত মঞ্চের সামনে থেকে সংগঠনের কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির আহ্বানে বাইক মিছিল টি কল্যাণপুর থেকে শুরু হয়ে মোহরছড়া, দক্ষিণ ঘিলাতলী, ঘিলাতলী,রতিয়া, শান্তিনগর, বাগানবাজার হয়ে পুনরায় কল্যাণপুরে এসে শেষ হয়। এদিনের এই স্বতঃস্ফূর্ত বাইক মিছিলে নেতৃত্ব দান করেন সংগঠনের মন্ডল সভাপতি শুভঙ্কর সেন, ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সোমেন গোপ প্রমুখরা। এদিনের যুব মোর্চার এই বাইক মিছিল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের মন্ডল সভাপতি শুভঙ্কর সেন বলেন,,,,, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গোটা মন্ডলের প্রতিটা প্রান্তরে বার্তা পৌঁছে দেওয়ার জন্য‌ই এই কর্মসূচি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন গোটা দেশের সাথে সংগতি বজায় রেখে আমাদের রাজ্যেও এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক সাড়া তৈরী করবে। প্রখর দাবদাহকে উপেক্ষা করেই যুব মোর্চা আয়োজিত আজকের এই বাইক রেলিতে ব্যাপক সংখ্যক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য