জানা যায়, লালটিলা থেকে দুষ্কি বিভিন্ন রাস্তাঘাট গুলি সংস্কারের অভাবে বেহাল হয়ে রয়েছে। বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবিতে এলাকার লোকজন সম্মিলিত ভাবে শুক্রবার তেলিয়ামুড়া-খোয়াই সড়ক অবরোধে বসে লালটিলা এলাকায়। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা চলে এই সড়ক অবরোধ, এই অবরোধের ফলে রাস্তার দুপাশে ছোট বড় প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ যানচালকদের। এই সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের একাধিক আধিকারিকরা। কিন্তু অবরোধকারীরা পূর্ত দপ্তরের কর্তা ব্যক্তিদের কথাবার্তা মানতে নারাজ। পরবর্তীতে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা এই অবরোধ চালিয়ে যেতে থাকে অবরোধকারীরা। পরে দীর্ঘ ঘন্টা পর অবরোস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং অবরোধকারীদের সাথে দফায় দফায় কথাবার্তা বলেন। অবশেষে আগামী ১৫ দিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ সময় পর তেলিয়ামুড়া-খোয়াই সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। অপরদিকে যেকোনো একটি রাজনৈতিক দলের মদতে এদিনের এই পথ অবরোধের নাটক মঞ্চস্থ হয়েছিল বলে সূত্রের খবর। এদিনের এই তেলিয়ামুড়া-খোয়াই সড়ক অবরোধের নাটক মঞ্চস্থ হওয়ার কারণে কারণে পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী কল্যাণপুরে কর্মসূচিতে যোগ দিতে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরজী -কে তেলিয়ামুড়া ঘিলাতলি হয়ে কল্যাণপুর যেতে হয় বলে জানা গেছে।।



