১০৩২৩ শিক্ষক সংগঠনের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার পূর্বের কর্মস্থল অর্থাৎ যার যার স্কুলে চাকুরিতে যোগদানের কথা থাকলেও, সেই অনুযায়ী অনেক শিক্ষকরাই তাদের পূর্বের চাকুরি কালীন স্ব স্ব স্কুলে যোগদানের জন্য যান। কিন্তু সেই অনুযায়ী তাদের কাউকেই উপস্থিতি রেজিস্টারে সিগনেচার করতে দেওয়া হয় নি। ফলে বিদ্যালয়ে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে তারা পুনরায় ফিরে আসেন। তবে শিক্ষকদেরকে বিদ্যালয়ে পুনরায় দেখতে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকটা খুশীর আমেজ লক্ষ্যে করা যায়। বক্সনগর ব্লকাধীন নগর উচ্চ বিদ্যালয়ে এমনই চিত্র ধরা পড়েছে। এদিনে বিদ্যালয়ের ১০৩২৩ সংগঠনের শিক্ষক মোহাম্মদ সাহিম, শিবু বনিক,ও জুটন দাস, তারা বিদ্যালয়ে গেলে তাদেরকে উপস্থিতি রেজিস্ট্রারে সিগনেচার করতে না দেওয়ায় তারা প্রায় কয়েক ঘন্টা সময় অপেক্ষা করে ফিরে আসেন। এদিকে বিদ্যালয়ের ভার প্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন দেবনাথ বলেন,উর্ধ্বতন কতৃপক্ষ থেকে তার নিকট আদেশ রয়েছে যাতে করে উপস্থিতি রেজিস্টারে সিগনেচার করতে না দেওয়া হয়। সেই মতো তিনি তা করতে দেন নি। এদিকে তাদেরকে দীর্ঘদিন পরে কাছে পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়।



