গোটা রেল স্টেশন নেশা খোরদের আস্থানায় যেন পরিণত। কারণ বিগত কয়েক বছর ধরে রেল স্টেশনটি নেশা সেবনকারীদের দখলে চলে গেছে। এমনই অভিযোগ তেলিয়ামুড়ার তৃষাবাড়ি স্থিত রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের। কারণ, ইদানিং কালে রেল স্টেশনে ড্রাগস সেবনকারীদের বড় আস্থানা হয়ে উঠেছে। কিন্তু তেলিয়ামুড়া রেল পুলিশের অবস্থা অনেকটা ধরি মাছ না ছুই পানি। রেল থানায় পুলিশের কর্মী স্বল্পতার কারণেই নেশা সেবনকারিদের এই বাড়বাড়ন্ত। ফলে বাধ্য হয়ে এলাকার মানুষজনরা নেশা সেবনকারীদের আটক করছে কোন কোন সময়। এরই মধ্যে বৃহস্পতিবার তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বর থেকে দীপক কর্মকার নামে ২৩ বছর বয়সি এক যুবককে সিরিঞ্জ এর মাধ্যমে ড্রাগস নেওয়ার সময় হাতেনাতে আটক করে এলাকাবাসিরা। তারপর তাকে এলাকাবাসীরা তেলিয়ামুড়া রেল পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় এলাকার এক যুবক জানায়, রোজই ড্রাগস সেবনকারীরা এবং ড্রাগস বিক্রেতারা রেল স্টেশন চত্বরটিকে ব্যবহার করে নেশার রমরমা চালিয়ে যাচ্ছে। কিন্তু রেল পুলিশের সব জানা থাকা সত্ত্বেও কিছুই করতে পারছেনা। কারণ, হাতেগোনা কয়েকজন নিয়ে চলছে তেলিয়ামুড়া রেল পুলিশি ব্যবস্থা। যা, শ্রবণ করলে আতকে ওঠার মত। ফলে নেশা সেবনকারীরা পার পেয়ে যাচ্ছে বারবার। এদিকে রেল পুলিশ রেল স্টেশন চত্বরে নেশার বারবারন্ত এড়াতে সর্বদাই এলাকাবাসীর সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করে। জানা গেছে, রেল পুলিশ কর্তৃপক্ষের উদাসীনতায় তৃষাবাড়ি স্থিত তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরটি ড্রাগ সেবনকারীদের আঁতুঘরে পরিণত। এতে সময়ের কোন বালাই নেই। তবে, স্টেশন চত্তরের আশপাশ এলাকা পরিদর্শন করলে উপলব্ধি করা যায় ড্রাগসের খালি কৌটা, সিরিঞ্জ সহ ড্রাগস সেবনের বিভিন্ন সামগ্রি ছড়িয়ে ছিটিয়ে পরে আছে স্টেশন চত্বরে।।



