Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিলুপ্তির পথে মার্ট ওয়াল অর্থাৎ মাটির তৈরি ঘর

বিলুপ্তির পথে মার্ট ওয়াল অর্থাৎ মাটির তৈরি ঘর


বর্তমানে আধুনিকতার যুগে একপ্রকার বিলুপ্তির পথে মার্ট ওয়াল অর্থাৎ মাটির তৈরি ঘর। চারিদিকে শুধু নজর পড়ে বড়ো বড়ো ইট,সিমেন্ট দিয়ে তৈরি বিশাল অট্টালিকা কিংবা ইট সিমেন্টের তৈরি ঘরের দিকে। কিন্তু ত্রিপুরার এখনো বিভিন্ন গ্রাম্য এলাকাগুলিতে গেলে প্রত্যক্ষ করা যায় মার্ট ওয়াল অর্থাৎ মাটির তৈরি ঘর। কিন্তু ত্রিপুরা ভূমিকম্পের পাঁচ নং জোনে থাকার কারণে মার্ট ওয়াল তৈরির ঘরে বসবাস করা সাধারণ মানুষজনের পক্ষে একপ্রকার ঝুঁকিপূর্ণ।
কিন্তু তেলিয়ামুড়া আর.ডি ব্লকের কৃষ্ণপুর এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল ওই এলাকার বেশিরভাগ মানুষজন মার্ট ওয়াল তৈরি ঘরে নিজেদের দিনাতিপাত করছেন। ফলে যে কোন সময় বড়োসড়ো দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ জনেরা। যদিও এ ব্যাপারে তেলিয়ামুড়া ব্লকের কৃষ্ণপুর এলাকার এক জনপ্রতিনিধি জানান, মার্ট ওয়ালঘর গ্রীষ্মে এবং শীতের সময়ের জন্য আরাম দায়ক ঘর। কিন্ত গোটা রাজ্য ভূমিকম্পের ৫নং জুন হাওয়াতে মার্ট ওয়াল ঘর ঝুঁকিপুর্ন। তাই প্রশাসন থেকে যাদের মার্ট ওয়ালঘর আছে তাঁদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে।তিনি এটাও জানান মার্ট ওয়ালঘর বর্তমানে বিলুপ্তির পথে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য