Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাম শাসন থেকে রাম শাসন এল কিন্তু গিরীবাসীদের অবস্থা একই জায়গায়

বাম শাসন থেকে রাম শাসন এল কিন্তু গিরীবাসীদের অবস্থা একই জায়গায়

‘গেল বাম’ ‘এল রাম’ কিন্তু পাহাড়ের বসবাসকারী গিরিবাসিদের জীবন চলছে একই ছন্দে। বর্তমানে আবার এ.ডি.সি -র ক্ষমতায় রয়েছে তিপ্রামথা দল। বাম-রাম কিংবা তিপ্রামথা কোন আমলেই রাজ্যের পাহাড় প্রত্যন্তে বসবাসকারী মানুষজনদের দুঃখ দুর্দশার অন্ত হয়নি। তাদের দুঃখ দুর্দশা রয়ে গেছে সেই তিমিড়েই। এমনই এক ঘটনা উঠে আসলো আমাদের ক্যামেরায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন ১৮ মুড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত মনিজয় রিয়াং পাড়া থেকে। প্রত্যন্ত মনিজয় রিয়াং পাড়ায় মোট ২৬ উপজাতি পরিবারের বসবাস। ওই পাড়ার বাসিন্দা শিবু দেববর্মা। জীবনে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে শিবু দেববর্মা ও তার পরিবার। যে ঘরটিতে শিবু ও তার পরিবার বসবাস করে, বাস-ছনের তৈরি সেই ঘরটিও জীর্ণশীর্ণ অবস্থায় ঝড়-বৃষ্টি কে উপেক্ষা করে কোন রকমে রক্ষা করছে শিবু ও তার পরিবারকে। শিবুর ভাগ্যের জোটেনি একটি আবাস যোজনার ঘর পর্যন্ত। তার জুম চাষের মধ্য দিয়ে অর্থ উপার্জন করারও নেই কোন সম্বল। কারণ, তার নেই নিজের কোন জমি, তাই শিবু করতে পারেনা জুম চাষ। বর্তমানে তার পক্ষে পরিবার প্রতিপালন করাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। কারণ, উপার্জন করে পরিবার প্রতিপালন করার কোন মাধ্যম নেই শিবুর কাছে। তার উপর সরকারি সাহায্য থেকেও সম্পূর্ণ বঞ্চিত শিবু ও তার পরিবার। তার ভাগ্যে জোটেনি একটি রেগার কাজও। সেই বাম থেকে রাম আমল, আজও চাতক পাখির মতন তাকিয়ে বসে রয়েছে শিবু দেববর্মা সামান্য কিছু সরকারি সাহায্যের আশায়। এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ শিবু দেববর্মা ও তার পরিবারের প্রতি কৃপা দৃষ্টি বর্ষিত হয় সরকার বাহাদুরের।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য