স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদাপন কে সামনে রেখে সংবিধান বাঁচাও,গনতন্ত্র বাঁচাও, বাঁচাও ভারত এর লড়াইয়ে অঙ্গীকার বদ্ব হোন এ আহ্বান কে সামনে রেখে সোমবার দুপুর ১২ টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে বামফ্রন্টের বিভিন্ন গনসংগঠনের ডাকে এক গর্জমান মিছিল সংগঠিত করে। মিছিলে ছাত্র,যুব,নারী,কৃষক, শ্রমিক, তপশিলি ,প্রত্যেক টি গনসংগঠন তাদের সংগঠনের নির্দিষ্ট দাবির ব্যানার নিয়ে এ দিনের মিছিলে সামিল হয়। দ্রব্যমূল্য বৃদ্বি,শিক্ষার বেসরকারি করন, নারী অধিকার খর্ব,শ্রম কোড বাতিল করা সহ আরো অন্যান্য দাবি নিযে তীব্র প্রতিবাদে সামিল হয বামপন্থী বিভিন্ন গনসংগঠন গুলি।গনসংগঠনের বিভিন্ন রং এর পতাকা হাতে নিয়ে অসংখ্য নারী পুরুষ, যুব থেকে শুরু করে বিভিন্ন গনসংগঠনের কর্মী সমর্থক রা উপস্থিত হয়।মিছিল টি পুরাতন মটরষ্ট্যন্ড, ব্যাংক রোড,এক নং টিলা হয়ে হাসপাতাল চৌমুহনী, সিনেমা হল, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয়,সেখানে সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট টেনে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট দের ভুমিকা নিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরেন, তিনি আরো বলেন স্বাধীনতার প্রাপ্তি ও প্রত্যাশার ব্যাবধান ঘোচাতে গন মিছিলে সামিল হোন ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন যে ঐতিহাসিক আন্দোলন যে আন্দোলন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ মহিমা বহন করে এবং ১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময়ে স্বাধীনতার প্রাপ্তি প্রত্যাশাএ দুইয়ের ব্যাবধানে আজ ৭৫ তম স্বাধীনতা আমরা উদযাপন করব তারই প্রস্তুতি চলছে গোটা দেশজুড়ে, এই গনমিছিলে স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে কমিউনিস্ট পার্টি যে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল তাদের প্রতিকৃতি কে সঙ্গে নিয়ে হবে মিছিল। মিছিলে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত রাজ্য কমিটির সদস্য দীপংকর সেন, নারী নেত্রী শেফালী মজুমদার, শ্রমিক নেতা বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, প্রাক্তনযুব নেতা রিপু সাহা, কৃষক নেতা বাবুল দেবনাথ, নারী নেত্রী অনিন্দিতা সাহা সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব কর্মি সমর্থকরা।



